আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    একুশ তারিখ ফেব্রুয়ারির ।। কবিতা ।। লালমিয়া মোল্লা, দক্ষিণ ২৪ পরগণা

    আরশি কথা

    একুশ তারিখ ফেব্রুয়ারির ....


    কাঠবিড়ালি কাকের ভাষায় ডাকতে পারে? 

    পানকৌড়ি ডুবলে জলে বলতে পারে মাছের সাথে কথা?

    বনমনিষ্যি জলসাঘরে গাইতে পারে

    ঠুংরি গজল? রাখতে পারে উচ্চারণে বিশুদ্ধ মুগ্ধতা? 


    ফুলের ভাষা ভ্রমর কেবল বুঝতে পারে, 

    পাঁপড়ি যেমন মাখতে পারে প্রজাপতির ডানায় আঁকা রোদ;

    বলাকা কি মেঘের সাথে গাইতে পারে

    সমান্তরাল? ঘুঘু-ডাকা দুপুর ভাঙা ঝড়ের প্রতিশোধ! 


    আপন ভাষায় ডাকলে মা-কে অন্তরালে 

    মা সাড়া দেয়-- সপ্ততবক আসমান এবং জমিন হাসে, 

    স্ব-ভাষাতে ভালোবাসার হাত বাড়ালে

    ঘোর আঁধারে রেশম-পথে ঈশ্বর এসে দাঁড়ান পাশে। 


    সব আঘাতের অস্ফুট স্বর মা-কে ডাকি--

    এই পৃথিবীর সর্বসেরা মিষ্টি ভাষার শ্রেষ্ঠ পাখি;

    বুলবুলিটির বাংলা খেয়াল, বাংলা রাখি, 

    রবি-নজরুল, এই শরতে কাশের নাচন— বাংলা ঢাকি। 


    টাক ডুমা ডুম, টাক ডুমা ডুম, আমার বাড়ির 

    ভাষার জন্য যুদ্ধে গেল বাংলা মায়ের চারটি ছেলে

    কী বিটকিলে! একুশ তারিখ ফেব্রুয়ারির--

    বাংলা ভাষা বাঁচিয়ে গেল রাজপথে তার রক্ত ঢেলে। 


    - লালমিয়া মোল্লা, দক্ষিণ ২৪ পরগণা 


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট 

    ২১শে ফেব্রুয়ারি ২০২৩


     

    3/related/default