Type Here to Get Search Results !

নগরকান্দায় সৈয়দা সাজেদা চৌধুরী আন্তঃ ইউনিয়ন ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত, বিজয়ী রামনগর ইউনিয়ন

মোঃ শাহ্ জালাল,ফরিদপুর, বাংলাদেশঃ 


ফরিদপুরের নগরকান্দায় সৈয়দা সাজেদা চৌধুরী আন্তঃ ইউনিয়ন ১০ দলীয় ভলিবল টুর্নামেন্টেের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় শহীদনগর ইউনিয়ন দলকে ৩-০ সেটে হারিয়ে রামনগর ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়। উভয় দলেই জাতীয় দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করে। মঙ্গলবার বিকালে উপজেলা সদরে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ খেলার আয়োজন করে। এর আগে ২৮ ফেব্রুয়ারি এ টুর্ণামেন্টের উদ্বোধন হয়।

ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন। 

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টুর্ণামেন্ট কমিটির সভাপতি মোঃ মঈনুল হক, সহকারী কমিশনার (ভূমি)  সোনিয়া হোসেন জিসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির প্রমূখ।

খেলা পরিচালনা করেন তোফাজ্জেল হোসেন ও সাইফ দোহা।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

২২ ফেব্রুয়ারি ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.