আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভাঙা বুকে বল পাই ।। কবিতা ।। অবশেষ দাস, কোলকাতা

    আরশি কথা

    ভাঙা বুকে বল পাই......


    আমাদের নদী নেই,যদি আছে শুরুতেই

    সব কাজে অলিগলি জল খায় গুরুতেই।

    আমাদের পথ নেই, মতামত ভুরি ভুরি

    একা একা বসে থাকা, বোকা বোকা বাহাদুরি।


    এটা পারি ওটা পারি,চলে যাব উনোকুটি

    শেষমেষ দেখা যায়, ষোলআনা চুনোপুঁটি।

    কে কি পারে ? কে কি বলে? সবকিছু গোলমেলে

    ভাত পাতে ভাজাভুজি কতটুকু ঝোল মেলে ?


    আঁকিবুকি খোকাখুকি দিনরাত ঠোকাঠুকি

    ওরা গেছে হাওয়া খেতে খোলামেলা সোনামুখী।

    আমাদের দাবি নেই, ভাঙা ঘরে চাবি নেই

    ভবঘুরে সংসারে ছুটে চলে যাবি নেই।


    নেই নেই গ্লানি নেই, জারিজুরি জলসায়

    এদেশের মস্তানি পথেঘাটে ঝলসায়।

    আমাদের কিছু নেই, আগাগোড়া ফড়ফড়

    নেমে আসে ব্যর্থতা হাত ধরে পরপর।


    নেমে আসে কালোমেঘ ছলছলে সন্ধ্যায়

    দোকানের ঝাঁপ নামে ক্যাপিটাল মন্দায়।

    ফুটফুটে ছেলেবেলা লাটকায় রাস্তায়

    গানের তুফান তোলে চাউমিন-পাস্তায়।


    নুন দিয়ে পান্তা খায়নি তো সান্তাই

    এখনও নদীর কাছে চাষ হয় ধান তাই।

    একমুঠো রোদ খেলে কাদামাটি জলপাই

    দু-লাইন লিখে আজও ভাঙা বুকে বল পাই।


    - অবশেষ দাস, কোলকাতা


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট 

    ১৯শে ফেব্রুয়ারি ২০২৩


     

    3/related/default