'প্রেম' কাকে বলে?
কি জিনিস?
---আমি জানি না।
কত বসন্ত এলো গেলো
আমি মোটেও টের পাইনি।
কিন্তু এবারের বসন্ত কেন জানি;
একটু অন্যরকম, একটু এলোমেলো, একটু রঙিন।
আমার এই মন তোমার দিকে হাত বাড়িয়েছে, তোমাকে দেখে আমার দুই চোখ ভরে উঠেছে
সহস্র মুগ্ধতায়।
কোনো এক অজানা-অচেনা জুয়ার
মনটাকে তোলপাড় করে দিচ্ছে;
মন যেন খুঁজে পেলো ---
"মনের মানুষ" ।।
- শুভম সরকার, ত্রিপুরা
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৯শে ফেব্রুয়ারি ২০২৩