বসন্ত বাহার ।। কবিতা ।। সেখ আব্দুল মান্নান, কলকাতা

আরশি কথা


 বসন্ত বাহার" 


দেখ কি অবলীলায় পেরিয়ে এলাম

পঁয়ত্রিশটা বসন্ত আমরা দুজনে

কার্নিশে বসা জোড়া শালিকের পাখায়

পড়ন্ত বিকেলের হাওয়ায় দোলা খেতে খেতে ।


এই পঁয়ত্রিশ বসন্তে কি নিপুণ দক্ষতায়

তুমি পরম প্রেমে লাল নীল সবুজের

হরেক সূতোয় সেলাই করে করে 

বুনেছ জীবনের নক্সী কাঁথা,

যার ভেতরে সেঁধিয়ে আমরা 

আজ অনায়েসেই যাপন করছি 

পরিতৃপ্তির পল অনুপল।


তোমার কি মনে পড়ে চৌত্রিশ বছর আগে

সেই চব্বিশে মে'র গোধূলি বেলায় 

তুমি পিতা-মাতার অট্টালিকা ছেড়ে 

এসেছিলে আমাদের জীর্ণ কুটিরে

গাঢ় অন্ধকার মাড়িয়ে আলোর স্বপ্ন ঘিরে।


তোমায় পেয়ে খুব দ্বিধায় ছিলাম আমি

কেমন করে যোগাব জীবন নীড়ের সরঞ্জাম!

কিন্তু নাহ্ , মাত্র ক'দিনেই আমার দ্বিধাকে

চূর্ণ বিচূর্ণ করলে ভালোবাসার একাগ্রতায়, 

তিলে তিলে গড়ে নিলে দোল দোল বাসা 

বাবুই পাখির মুন্সিয়ানায়।


তুমি অবলীলায় ভাগ করে নিলে 

ভালোবাসার মিনার গড়ার সুখ দুঃখের 

জাবদাখাতার হিসাব নিকাশ,

কাঁধে কাঁধ মিলিয়ে টানতে লাগলে

সংসারের লাঙল,

আমার অনুর্বর ভূমিকে সিক্ত করে 

ফলাতে লাগলে সুমিষ্ট ফসল। 


তোমার চাষের মেওয়া ফলের স্বাদে 

আজ আমি তৃপ্ত তুমিও দৃপ্ত,

কানপেতে শোনো বসন্ত কোকিল 

গাইছে অনর্গল মধুর গান কুহু কুহু তানে,

চেয়ে দেখ আমাদের ভালোবাসার মিনার

আলোয় আলোকিত ধ্রুবতারার জৌলুসে।

……………………………………….

-সেখ আব্দুল মান্নান, কলকাতা 

১৯শে ফেব্রুয়ারি ২০২৩  

3/related/default