চাল প্যাকেট করলেই দাম বেড়ে অযৌক্তিক পর্যায়ে চলে যাচ্ছে বলে জানিয়েছে কৃষি বিপণন অধিদফতর। তবে দিনের পর দিন ভোক্তা অতিরিক্ত টাকা গুনলেও এর প্রতিকার তাদের হাতে নেই বলে দাবি সংস্থাটির।
সোমবার (২০ মার্চ) রমজানে নিত্যপণ্যের বাজার চাহিদা ও সরবরাহ স্বাভাবিক রাখতে কৃষি বিপণন অধিদফতরে আয়োজিত এক সভাতে এ কথা জানান অধিদফতরের কর্মকর্তারা।
মূলত চাল প্যাকেট করেই অযৌক্তিক দাম নির্ধারণ করে মুনাফা করে চলেছে গুটি কয়েক করপোরেট প্রতিষ্ঠান। খুচরা ব্যবসায়ীদের এমন দাবির সঙ্গে একমত কৃষি বিপণন অধিদফতর। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে অসহায়ত্ব প্রকাশ করে সংস্থাটি।
সংস্থাটির কর্মকর্তারা জানান, সরকার থেকে মিলারদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হলেও নির্দেশনা মানছেন না মিলাররা। চাল প্যাকেটজাত করলেই দাম ৬ থেকে ৮ টাকা বেড়ে যাচ্ছে।
তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
আরশিকথা বাংলাদেশ বিভাগ
২০ মার্চ ২০২৩