Type Here to Get Search Results !

সম্পর্ক জোরদারে সম্মত যুক্তরাষ্ট্র-জাপান ও দক্ষিণ কোরিয়াঃ আরশিকথা দেশ-বিদেশ

আরশিকথা নিউজ ডেস্কঃ

ক্যাম্প ডেভিডে ঐতিহাসিক সম্মেলনে নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। খবর আল জাজিরার। ম্যারিল্যান্ডের ক্যাম্প ডেভিডে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল , মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন  ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ঐতিহাসিক ক্যাম্প ডেভিভ সামরিক ঘাঁটিতে সম্মেলনের উদ্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথমবারের মত এই শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতারা।এসময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এই তিন দেশের সম্পর্ক যত বেশি জোরালো হবে, বিশ্ব তত বেশি নিরাপদ হবে।

সম্মেলনে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ইস্যুতে যেকোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এ তিন দেশ একে অপরের সঙ্গে পরামর্শ করবে বলে একমতে পৌঁছান তিন শীর্ষ নেতা। এছাড়াও দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর দেয়া হয় বাড়তি গুরুত্ব।
 
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব ও উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবিলায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। তবে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার এ নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারকে ন্যাটো সামরিক জোটের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংস্করণ হিসেবে দেখছে বেইজিং।
 
জাপান ও দক্ষিণ কোরিয়া প্রতিবেশী দুই দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল ভিন্ন দুই মেরুতে। এছাড়াও দক্ষিণ কোরিয়ায় জাপানের রয়েছে দীর্ঘ উপনিবেশিক শাসনের ইতিহাস। তবে সম্প্রতি অঞ্চলটিতে চীন এবং উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকির মুখে দীর্ঘ তিক্ততা স্বত্ত্বেও সম্পর্ক জোরদারে বাধ্য হচ্ছে টোকিও-সিউল।
 

আরশিকথা দেশ- বিদেশ


তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট 

১৯শে আগস্ট ২০২৩

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.