Type Here to Get Search Results !

উৎসবের দিনগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে প্রস্তুত বিদ্যুৎ নিগমঃ আরশিকথা ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


দুর্গাপুজা সহ দীপাবলি পর্যন্ত উৎসবের এই রাতগুলোকে আলোতে ঝলমল রাখতে ব্যাপক উদ্যোগ নিয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। গত বছর উৎসবের সময়ে সর্বোচ্চ ৩১০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও এ বছর নিগম ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ মজুদ রেখেছে।  যাতে করে উৎসবের দিনগুলোতে নিরন্তর বিদ্যুৎ পরিষেবা প্রদান করা যায়। পাশাপাশি যেকোনো ধরনের যান্ত্রিক গোলযোগ ঘটলে সঙ্গে সঙ্গেই যাতে তা মেরামত করে ফেলা যায়, সেজন্য অতিরিক্ত কর্মীদেরকেও দিনরাত ২৪ ঘন্টা মজুদ রাখা হয়েছে। অতিরিক্ত ট্রান্সফর্মার, অতিরিক্ত গাড়ি এবং দক্ষ শ্রমিক যেকোনো ধরনের সমস্যা মোকাবিলার জন্য প্রস্তুত রাখারও ব্যবস্থা করেছে বিদ্যুৎ নিগম। 

রবিবার বিকালে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কর্পোরেট কার্যালয়ে এ নিয়ে এক পর্যালোচনা সভায় নিগমের আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য সম্পর্কে অবহিত হয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোটা রাজ্যের এজিএম, ডিজিএম এবং সিনিয়র ম্যানেজারদের সঙ্গে তিনি কথা বলেছেন। ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত কোন জায়গাতেই যেন বিদ্যুতের কোন অসুবিধা না হয়, সেজন্য প্রয়োজনীয় নির্দেশও তিনি দিয়ে রেখেছেন। 

ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু এই পর্যালোচনা সভায় জানিয়েছেন, উৎসবের দিনগুলোকে আলো ঝলমল রাখতে সর্বাত্মক প্রয়াস জারি রেখেছে নিগম। ইতিমধ্যেই গোটা রাজ্যে মেরামতিকার্য সেরে ফেলা হয়েছে। অতিরিক্ত ট্রান্সফরমারও মজুদ রাখা হয়েছে। এই মুহূর্তে নিগমের মেরামতকারী দলের সমস্ত ধরনের ছুটি বাতিল করে ২৪ ঘন্টার ডিউটি শুরু করা হয়েছে। 

এছাড়াও উৎসবের দিনগুলোতে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম এবং ৭৯ টিলাস্থিত টিপিটিএলে  কন্ট্রোল রুম খোলা হয়েছে। যা দিন রাত ২৪ ঘন্টা কাজ করবে। আগরতলা শহরে পূজোর সময়ে যে কোনো ধরনের বৈদ্যুতিক অসুবিধায় যাতে সারাইকারী দল দ্রুত পৌঁছে যেতে পারে সেজন্য আশ্রম চৌমুহনী এলাকা, প্যারাডাইস চৌমুহনী এলাকা এবং রামঠাকুর সংঘ এলাকায় তিনটি দলকে মজুদ রাখা হবে । যাতে করে কাছাকাছি কোন এলাকায় সমস্যা হলেই তারা ভিড় এড়িয়ে দ্রুত মেরামতি কার্যে যোগ দিতে পারেন। এছাড়াও তৈরি থাকবে সেফটি টিম ।টিপিটিএল এর তরফেও উচ্চ পরিবাহী বৈদ্যুতিক লাইনের সংস্কারসহ উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার ইতিমধ্যেই ব্যবহার করা শুরু হয়ে গেছে। এতে করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী লাইনে সমস্ত ধরনের গোলযোগ এড়ানো যাবে বলে দাবি করলেন বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু। বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন, বিদ্যুৎ নিগম বিরতিহীন নিরন্তর বিদ্যুৎ পরিষেবা প্রদানে  প্রস্তুত রয়েছে । এক ধরনের অঘটন এড়াতে পুজোর সময়ে কোন ধরনের বৈদ্যুতিক লাইন থেকে দূরে থাকার জন্য মন্ত্রী আপামর জনসাধারণের কাছে অনুরোধ জানিয়েছেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সংগৃহীত

৬ই অক্টোবর ২০২৪

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.