কদমতলায় দুর্গাপূজার প্রাক্কালে এক ভয়ংকর ঘটনা ঘটল। যারা রাজ্যে অশান্তি পরিবেশ তৈরী চেষ্টা করছেন তারা এই ভূমিকা থেকে বিরত থাকুন। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কদমতলার ঘটনায় এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।তার অভিযোগ, রাজ্যে এই ধরনের ঘটনাগুলো ঘটার পেছনে যোগসূত্রতা রয়েছে। হঠাৎ করে এই ঘটনাগুলি হচ্ছে না। রাজ্যে অসংবিধানিক শক্তিরা থানা, পঞ্চায়েত এবং গোটা প্রশাসনিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। কিছুদিন আগেই রাজ্যে ভয়াবহ বন্যা হয়ে গেছে। যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক লক্ষ মানুষ। এখন দুর্গাপূজাকে সামনে রেখে সারা রাজ্যে চাঁদার জুলুমবাজি চলছে। যার কারণে রবিবার কদমতলায় এই হিংসাশ্রয়ী ঘটনাটি ঘটেছে।এদিন তিনি আরো বলেন, শারদোৎসবে মুষ্ঠিমেয় লোকের অনভিপ্রেত ভূমিকার কারণে মানুষজন আতঙ্কে রয়েছেন। এই উৎসব মরশুমেও রাজ্যবাসীকে উদ্বেগের মধ্যে দিন কাটানোর মত পরিস্থিতি তৈরি হয়েছে। যারা রাজ্যে অশান্তি পরিবেশ তৈরী চেষ্টা করছেন তারা এই ভূমিকা থেকে বিরত থাকুন। এদিন তিনি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে মন্ত্রীসভার দুই সদস্যকে নিবৃত্ত করার আহ্বান জানিয়েছেন। জিতেন্দ্র চৌধুরীর দাবি সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক মন্তব্য করলে সাম্প্রদায়িক অস্থিরতার বিষয়টি আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। তাই এ ধরনের মন্তব্য থেকে তাদের বিরত করার দায়িত্ব নিতে হবে মুখ্যমন্ত্রীকে বলে জানালেন জিতেন্দ্র বাবু। এ ধরনের মন্তব্য সম্পূর্ণ অবিবেচনা কর বলে জানালেন জিতেন্দ্র চৌধুরী।
৭ই অক্টোবর ২০২৪