Type Here to Get Search Results !

ঐতিয্যবাহী দুর্গা বাড়িতে সম্পন্ন হল কাত্যায়নী পূজা।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধিঃ

প্রতি বছর পয়লা অগ্রহায়ন থেকে রাজধানীর ঐতিয্যবাহী দুর্গা বাড়িতে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে । এবছরও এর ব্যতিক্রম হয়নি।এবছর পয়লা অগ্রহায়ন থেকে এই পুজার সূচনা হয়। বুধবার ছিল দশমী।এদিন দশমী পুজার পর ধর্মীয় রীতি নীতি মেনে মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয়। প্রসঙ্গত, কাত্যায়নী হল দেবী দুর্গার একটি বিশেষ রূপ ও মহাশক্তির অংশ বিশেষ। তিনি আবার নবদুর্গা নামেও পরিচিত। দুর্গার  নয়টি বিশিষ্ট রূপের মধ্যে ষষ্ঠ তিনি। নবরাত্রি উৎসবের সময় তার পূজা প্রচলিত। শাস্ত্র ধর্ম মতে, কাত্যায়নী হল মহাশক্তির একটি ভীষণ রূপ এবং ভদ্রকালী বা চণ্ডীর মত যুদ্ধদেবী রূপে পূজিতা হন তিনি সর্বত্র। লোক বিশ্বাস অনুযায়ী, তার গাত্রবর্ণ দুর্গার মতই লাল। খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে রচিত পতঞ্জলির মহাভাষ্য গ্রন্থে তাকে মহাশক্তির আদি রূপ বলে উল্লেখ করা হয়েছে। কৃষ্ণ যজু র্বেদের অন্তর্গত তৈত্তিরীয় আরণ্যকে দেবী কাত্যায়নীর প্রথম উল্লেখ পাওয়া যায়। ভারতের অধিকাংশ অঞ্চলে এই পৌরাণিক ঘটনাটির প্রেক্ষাপটেই বাৎসরিক দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। খ্রিষ্টীয় পঞ্চম-ষষ্ঠ শতাব্দী নাগাদ রচিত মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত দেবী মাহাত্ম্য ও একাদশ-দ্বাদশ শতাব্দীতে রচিত দেবী ভাগবত পুরাণ গ্রন্থে কাত্যায়নীর দিব্যলীলা বর্ণিত হয়েছে। একাধিক বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থ এবং তন্ত্রগ্রন্থেও কাত্যায়নীর উল্লেখ পাওয়া যায়। বুধবার দূগা বাড়িতে ক্যাত্যায়নী পূজা সমাপ্তি হয় দশমীর মধ্য দিয়ে। দশমীর এই বিষাদ লগ্নে পূজা শেষে মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করেন পুরোহিত জয়ন্ত চক্রবর্তী।


AKB TV News 

20.11.2024

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.