Type Here to Get Search Results !

গায়ানা ও বার্বাডোজ সর্বোচ্চ সম্মানে সম্মানিত করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে আরও একটি সম্মানের পালক যুক্ত হল। এবার  গায়ানা ও বার্বাডোজও তাদের দেশের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র   মোদীকে। দিন দুয়েক আগেই নাইজেরিয়া তাদের দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানে সম্মানিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবার গায়ানা ও বার্বাডোজও সর্বোচ্চ সম্মানে সম্মানিত  করতে চলেছে প্রধানমন্ত্রীকে। জি-২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দেশের সফর ছিল তাঁর। তিনি প্রথমে যান নাইজেরিয়ায়,   সেখান থেকে ব্রাজিলে জি-২০ সম্মেলনে যোগ দেন। শেষ ধাপে গায়ানা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবারই সেখানে পৌঁছন তিনি।জানা গিয়েছে, গায়ানা তাদের দেশের সর্বোচ্চ সম্মান ‘দ্য অর্ডার অব এক্সিলেন্স’-এ সম্মানিত করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বার্বাডোজ “অনারারি অর্ডার অব ফ্রিডম অব বার্বাডোজ” সম্মানে সম্মানিত করা হবে  প্রধানমন্ত্রীকে। প্রসঙ্গত, সম্প্রতি ডমিনিকাও তাদের সর্বোচ্চ সম্মান ‘ডমিনিকা অ্যাওয়ার্ড অব অনার’-এ সম্মানিত করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নাইজেরিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ‘দ্য গ্রান্ড কম্যান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইগার’ সম্মানও দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।এনিয়ে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্মানের সংখ্যা ১৯-এ পৌঁছল। 


AKB TV News 

20.11.2024

  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.