নিজস্ব প্রতিনিধিঃ
বুধবার রাজধানীর গুর্খাবস্তিস্থিত এ আর ডি ডি দপ্তরের কনফারেন্স হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে টি পি এস গ্রেড ৫- ভেটেনারি অফিসার পদে নিয়োগকৃত ৬৭ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়। এদিন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দফতরের মন্ত্রী সুধাংশু দাস ও সচিব ডঃ নিরাজ কুমার চঞ্চল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মন্ত্রী নিজ হাতে টি পি এস গ্রেড ৫- ভেটেনারি অফিসার পদে নিয়োগকৃত ৬৭ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এটা শুধু আপনাদের জন্য চাকরিই নয়, এটা এ আর ডি ডি'র জন্য চ্যালেঞ্জ। গোটা রাজ্যেই আমরা প্রায় তিন দফা করে ভিজিট করেছি। ফিল্ড ভিজিট করেছি, জেলা স্তরে রিভিও মিটিং করেছি, দেখেছি বিভিন্ন জায়গাতেই আমাদের ম্যান পাওয়ারের একটা স্বল্পতা রয়েছে। তাতে করে দেখা যাচ্ছে দফতরের যে স্কিম গুলি রয়েছে, তা সঠিক সময়ে বাস্তবায়ন করা হচ্ছে না বলে তিনি জানান। দফতরে নব নিযুক্তদের কাজের প্রতি মনযোগী হওয়ার আহবান জানিয়েছেন মন্ত্রী।
AKB TV News
20.11.2024