নিজস্ব প্রতিনিধিঃ
সোমবার খোয়াইয়ের ধলাবিল এলাকায় একটি অটো ও মারুতির মুখোমুখি সংঘর্ষে আহত হয় এক মহিলা। দুটি গাড়িই দ্রুত গতিতে থাকার কারণে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা দমকল কর্মীদের খবর দিলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা। এরপর তারা আহত মহিলাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়।এই দুর্ঘটনার পর এলাকার সমস্ত নাগরিক একত্রিত হয়ে খোয়াই- মোহনপুর- আগরতলা সড়ক অবরোধে শামিল হয়। এলাকাবাসীর অভিযোগ, অতিরিক্ত গতিতে যান চলাচলের ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। পুলিশ বা ট্রাফিক, কোন ধরনের ব্যবস্থা না থাকায় সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে প্রতিদিন। তাছাড়া খোয়াই ট্রাফিক ইউনিট প্রতিদিন ওই এলাকায় সকাল থেকে ভেহিকেল চেকিংয়ে বসার ফলে দুর্ঘটনা আরও বেশি করে ঘটে চলেছে বলে আরও অভিযোগ।এদিকে,এদিন এলাকাবাসীর অবরোধ চলাকালীন সময়ে আগরতলা থেকে ফটিকরায় যাচ্ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। তখন মন্ত্রীর কনভয় অবরোধস্থলে এসে দাঁড়ায়। মন্ত্রী সুধাংশু দাস গাড়ি থেকে নেমে অবরোধকারীদের সাথে কথা বলেন। এলাকাবাসীর যে দাবি রয়েছে দুর্ঘটনাগুলি এড়ানোর জন্য, সেই দাবি নিয়ে খোয়াই জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকদের সাথে কথা বলে সেই দাবিগুলি পূরণে মন্ত্রী আশ্বাস দেওয়ার পরই অবরোধকারীরা তাদের সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।
AKB TV News
16.12.2024