আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ১৮ ও ১৯ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে খেলো ত্রিপুরা প্যারা গেমস ।। মন্ত্রী টিংকু রায় ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ   

    বিগত বছরের মত এবছরও খেলো ত্রিপুরা প্যারা গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে । আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আসছে ১৮ এবং ১৯ ডিসেম্বর এই গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্যারা গেমস এর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ১৮ ডিসেম্বর বিকেলে এর উদ্বোধন করা হবে। এর উদ্দেশ্য হল একদিকে দিব্যাংগদের মধ্যে খেলাধুলার প্রসার এবং অপর দিকে তাদের জন্য যে সকল প্রকল্প গুলো রয়েছে এ সম্পর্কে তাদের সচেতন করা। সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানালেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের মন্ত্রী টিংকু রায়। এদিন তিনি আরও জানান যে এই দুদিন সোশ্যাল ওয়েলফেয়ার দফতর থেকে সেখানে শিবির করা হবে। সেখানে  প্রাপকদের সামাজিক পেনশন দেওয়া হবে। ইতিমধ্যেই ২৭৮৯ দিব্যাংগ  জন এই সামাজিক পেনশনের জন্য তাদের আবেদন জমা দিয়েছেন। তিনি এদিন জানান কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী ৮০ শতাংশ দিব্যাংগদের সামাজিক পেনশন দেওয়া হয়। কিন্তু রাজ্যে ৬০ শতাংশের অধিক হলেই এই পেনশন দেওয়া হয়। তিনি জানান রাজ্যে ১৫ হাজারেরও বেশি দিব্যাংগদের সামাজিক ভাতা দেওয়া হয়ে থাকে। এদিন তিনি জানান রাজ্যে ৬০ শতাংশের অধিক যারা রয়েছেন তাদের ১০০ শতাংশকেই ভাতা দেওয়া হবে। সেদিন মাঠে দিব্যাংগদের ইউ আই ডি কার্ড দেবার জন্য শিবির করা হবে। ডি ডি আর সি’র মাধ্যমে তাদের আই কার্ড প্রদান করা হবে এবং তাদের জন্য বিভিন্ন সামগ্রিও প্রদান করা হবে। নতুন করে দিব্যাংগদের মধ্য থেকে  ইউ আই ডি কার্ড করার আবেদন পত্রও গ্রহণ করা হবে। ময়দানে এই দুদিন  বিভিন্ন দফতরের ৫০  টিরও বেশি স্টল থাকবে। তিনি এদিন জানান দিব্যাংগদের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভাল ফলাফল কারীদের মধ্যে প্রথম দশ জনকে বিগত বছরের ন্যায় এ বছরও আর্থিক পুরস্কার দেওয়া হবে। মাধ্যমিকে প্রথম পাঁচজনকে ২৪ হাজার করে এবং উচ্চ মাধ্যমিকে প্রথম পাঁচজনকে ৫৪ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া এই প্যারা গেমস এ ১৪ টি বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তিনি জানান।




    AKB TV News

    16.12.2024   

    3/related/default