নিজস্ব প্রতিনিধিঃ
হাড় কাঁপানো ঠান্ডায় মোড়া রাজধানী দিল্লি।
সোমবার সর্বনিম্ন গড় তাপমাত্রা নেমে গিয়েছে ৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। এনিয়ে দ্বিতীয় দিন
রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল ৫ ডিগ্রির নীচে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে
শীতে কাঁপছে দিল্লি।১৫ই ডিসেম্বর দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৯ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার পারদ আরও নামল রাজধানীর। IMD-র পূর্বাভাস অনুযায়ী, এদিন সকাল সাড়ে ৫টা নাগাদ
দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। কোনও কোনও জায়গায় তারও নীচে
নেমে যায় তাপমাত্রা। পুসা এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আয়ানগরে
ছিল ৪ ডিগ্রি। আবার নজফগড়ে তাপমাত্রা ছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবন জানিয়েছে,
শৈত্যপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লিতে। যা আগামী কয়েক দিনে আরও বাড়বে। এদিকে, রাজ্যেও শীত স্ব-মহিমায় বিরাজমান। তাপমাত্রা কখনো নিম্নমুখী হচ্ছে, তো কখনো আবার ঊর্ধ্বমুখী হচ্ছে।
AKB TV News
16.12.2024