আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দক্ষিণ ফ্রান্সের বন্দর শহর মার্সেইতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।। মার্সেইতে ভারতের একটি নতুন কনস্যুলেট জেনারেলের উদ্বোধন করেন তিনি।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি:  

    সফরের তৃতীয় দিন বুধবার প্যারিস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্সেই পৌঁছান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। মার্সেইতে পা রেখেই এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “ভারতের স্বাধীনতা সংগ্রামে এই শহরের বিশেষ তাৎপর্য রয়েছে। এই শহরেই ইংরেজদের হাত থেকে বাঁচতে পালানোর চেষ্টা করেছিলেন মহান বীর সাভারকার।” মার্সেইয়ের নাগরিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “সেই সময়ের ফ্রান্সের সমাজকর্মী ও মানুষকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা দাবি জানিয়েছিলেন যে বীর সাভারকারকে ব্রিটিশদের হাতে তুলে দেওয়া যাবে না। বীর সাভারকারের সাহসিকতা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে।” প্রসঙ্গত, ১৯১০ সালে লন্ডন থেকে গ্রেফতারের পর জাহাজে করে দামোদর বিনায়ক সাভারকারকে ভারতে আনা হচ্ছিল। ১৯১০ সালের ৮ই জুলাই জাহাজটি মার্সেই পৌঁছলে পালানোর চেষ্টা করেন এই স্বাধীনতা সংগ্রামী। জাহাজের পোর্টহোল দিয়ে সমুদ্রে ঝাঁপ দেন তিনি। পরে ফ্রান্স কর্তৃপক্ষের হাতে ধরা পড়েন। তাঁরা ইংরেজদের হাতে সাভারকারকে তুলে দেয়।  ব্রিটিশদের হাতে সাভারকারকে তুলে দেওয়ার বিরোধিতা করে ফ্রান্সের যেসব সমাজকর্মী ও  সাধারণ মানুষ সেইসময় সরব হয়েছিলেন, তাঁদের ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী।এদিন মার্সেইতে ‘মাজারগাস ওয়ার সিমেট্রি’ পরিদর্শন করেন নরেন্দ্র মোদী। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সব ভারতীয় শহিদ হয়েছিলেন, তাঁদের স্মৃতি বহন করছে ওই সমাধিস্থল। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে গিয়ে সেখানে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। এছাড়া মার্সেইতে ভারতের একটি নতুন কনস্যুলেট জেনারেলের উদ্বোধন করেন তিনি।দু’জনেই বটন টিপে কনস্যুলেট জেনারেলের উদ্বোধন করেন। 



    AKB TV News

    12.02.2025 


    3/related/default