ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৮ ও ৯ ফেব্রুয়ারি, দুইদিন ব্যাপী "কলেজ অফ অ্যাস্ট্রোলজি"-র ৭ম সমাবর্তন অনুষ্ঠান ও আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অ্যাস্ট্রো ক্লাব-এর তত্ত্বাবধানে পরিচালিত কলেজ অফ অ্যাস্ট্রোলজি-র সমাবর্তন, সম্মেলনের উদ্বোধন হয় শনিবার বেলা তিনটায় আগরতলাস্থিত ভগৎ সিং যুব আবাসের অডিটোরিয়ামে। উদ্বোধন করেন মহন্ত শ্রী সদানন্দ দাস কাঠিয়া বাবা। বিশেষ অতিথি হিসেবে বিধায়ক রতন চক্রবর্তী, কর্পোরেটর প্রদীপ চন্দ, হেডলাইন্স ত্রিপুরা-র সম্পাদক প্রণব সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।
পশ্চিমবঙ্গ থেকে আগত বিশিষ্ট জ্যোতিষ শাস্ত্রবিদ ড. অনিমেষ শাস্ত্রী, ড. রমা সান্যাল, রাজস্থান থেকে জিতেন্দর ধনচোলিয়া, মহারাষ্ট্র থেকে রাওসাহেব নাগরাজু সহ অনেকেই উপস্থিত ছিলেন। পৌরহিত্য করেন অ্যাস্ট্রো ক্লাবের সভাপতি ড. ভাস্কর দাসগুপ্ত।
এতে রাজ্য ও বহি:রাজ্যের প্রায় ৬০ জন প্রখ্যাত জ্যোতিষ শাস্ত্রবিদ উপস্থিত ছিলেন এবং জ্যোতিষ বিষয়ক আলোচনায় অংশ নিয়েছেন। দুই দিনের অনুষ্ঠানে উন্মুক্ত "জ্যোতিষ বিষয়ক" বক্তৃতা্ প্রতিযোগিতার পর সন্ধ্যায় সমাবর্তন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ব্যাপক সাড়া লক্ষ্যনীয় ছিল।
১০ ফেব্রুয়ারি,সোমবার উদয়পুরে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পশ্চিমবঙ্গ থেকে আগত জ্যোতিষ বিশেষজ্ঞদের পৌরহিত্যে সকলের মঙ্গলার্থে বিশেষ যজ্ঞানুষ্ঠান হয়। তিনদিন ব্যাপী অনুষ্ঠানে জ্যোতিষ বিষয়ক ফ্রি কাউন্সেলিং এবং দ্যা যোগা স্টুডিও প্রদর্শিত "যোগাসনে যোগীরাজ" অনুষ্ঠানও দর্শক-শ্রোতাদের মন ভরিয়ে দিয়েছে।তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সাফল্য মন্ডিত করে তোলার জন্য সংশ্লিষ্ট সকলকে কলেজ অফ অ্যাস্ট্রোলজির ফাউন্ডার অধ্যক্ষা ড.পান্না সাহা ধন্যবাদ জানিয়েছেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১১ই ফেব্রুয়ারি ২০২৫