প্রধানমন্ত্রীর বিমানে জঙ্গি হামলার হুমকি।। গ্রেফতার এক ।। AKB TV News

আরশি কথা


নিজস্ব প্রতিনিধি:  

অতি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের আগে তাঁর বিমানে জঙ্গি হামলা চালানোর হুমকি দিয়ে এসেছিল একটি ফোন। তখন মুম্বই পুলিশের কন্ট্রোল রুম ফোনটি পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে। সেই মোতাবেক বিমান ছাড়ার আগে চালানো হয় তল্লাশি।এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। ওই ব্যক্তি মানসিক ভাবে অসুস্থ বলে জানানো হয়েছে।এব্যাপারে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে, গত ১১ই ফেব্রুয়ারি তাদের কাছে একটি ফোন আসে। সেই ফোনে দাবি করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানে জঙ্গি হামলা হতে পারে। বিষয়টির গুরুত্ব বুঝে দ্রুত পুলিশের তরফে অন্যান্য নিরাপত্তা সংস্থার কাছে খবর দেওয়া হয়। শুরু হয় তদন্ত। এরপরই পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে।



AKB TV News

12.02.2025 

 

3/related/default