আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাজারে ইন্টারনেটের একাধিপত্ব নিয়ন্ত্রণে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল এক গ্রাহক ।। আর্জি খারিজ করে দিল আদালত ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি:  

    বর্তমান যুগ হল ইন্টারনেটের যুগ। ইন্টারনেট ছাড়া মানুষ এক প্রকার অন্ধ। এদিকে, দিন দিন বেড়েই চলছে ইন্টারনেট ব্যবহারের খরচ। বাজারে এক বা দুটি সংস্থার রাজত্ব চলছে বলে এমনটাই অভিযোগ এক গ্রাহকের। তাই সেই একাধিপত্ব নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই গ্রাহক। কিন্তু তার আর্জি খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। রজত নামে এক গ্রাহক তথা মামলাকারীর দাবি ছিল, দেশের ইন্টারনেটের বাজার নিয়ন্ত্রণ করছে দু-একটি কোম্পানি। বলা যায় স্রেফ রিলায়েন্সের নিয়ন্ত্রণেই রয়েছে প্রায় ৮০  শতাংশ মার্কেট শেয়ার। ফলে সেভাবে বাজারে প্রতিদ্বন্দ্বিতা নেই। যার সুবিধা নিয়ে লাগাতর  বাড়ানো হচ্ছে ইন্টারনেট ব্যবহারের খরচ। এটা নিয়ন্ত্রণ করা খুব দরকার। সেই মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ ওই আর্জি খারিজ করে দিয়েছে মঙ্গলবার।এবিষয়ে ডিভিশন বেঞ্চের বক্তব্য, “ভারতের ইন্টারনেটের বাজার খোলা বাজারের মতই। বহু সংস্থা ইন্টারনেট পরিষেবা দেয়। বিএসএনএল বা এমটিএনএলের মত স্বল্প মূল্যের ইন্টারনেট পরিষেবার সুযোগও রয়েছে। তাছাড়া ইন্টারনেট ব্যবহারের অন্য মাধ্যমও আছে।” মামলাকারীর আর্জি খারিজ করে দিয়ে মামলাকারীকে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারস্থ হতে বলেছে শীর্ষ আদালত।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখানোর পর থেকেই দেশবাসীর জীবনে ইন্টারনেটের প্রভাব অনস্বীকার্য হয়ে দাঁড়িয়েছে।একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ইন্টারনেট ব্যবহারের খরচও। দেশের তিনটি প্রধান টেলিকম সংস্থাই কম বেশি একই হারে ইন্টারনেটের দাম ধার্য করেছে। এরফলে কম খরচে ইন্টারনেট ব্যবহারের বিকল্প তেমন নেই। এক্ষেত্রে দেশের শীর্ষ আদালত হস্তক্ষেপ করতে নারাজ বলে জানা গেছে।  

     


    AKB TV News

    25.02.2025  

    3/related/default