আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    লোকসভা ও রাজ্য বিধানসভা গুলিতে একসঙ্গে ভোট করা অগণতান্ত্রিক নয়।। কেন্দ্রীয় আইন মন্ত্রক ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি: 

    কেন্দ্রীয় সরকারের এক দেশ এক ভোট প্রস্তাব খতিয়ে দেখছে সংসদীয় কমিটি। বিলটি ইতিমধ্যেই সংসদে পেশ করা হয়েছে বলে জানা গেছে।এদিকে, বিরোধী শিবিরের দাবি, এই বিল অগণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। সংসদীয় কমিটির সেই স্ক্রুটিনির মুখে পড়েও অবশ্য অনড় কেন্দ্র। এবিষয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রক বলছে, লোকসভা ও রাজ্য বিধানসভা গুলিতে একসঙ্গে ভোট করা অগণতান্ত্রিক নয়।প্রসঙ্গত উল্লেখ্য, বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও মোদি সরকার সংসদে এক দেশ এক ভোট বিল পেশ করেছে। যদিও এখনই বিল পাশ করানোর পথে না হেঁটে তা পাঠানো হয়েছে সংসদের যৌথ কমিটিতে। ইতিমধ্যেই ওই জেপিসির বৈঠক উত্তপ্ত হয়েছে। যৌথ সংসদীয় কমিটির বৈঠকে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে একসঙ্গে ‘এক দেশ এক ভোট’ নীতি প্রণয়নের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে।




    AKB TV News

    25.02.2025  

    3/related/default