নিজস্ব প্রতিনিধি:
ত্রিপুরা ফায়ার সার্ভিসে ফায়ারম্যান ও ড্রাইভার পদে ইন্টারভিউ দেওয়া
বেকার যুবকরা মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নিজস্ব বাসভবনে যায় উনার সঙ্গে
দেখা করার জন্য।তাদের একটাই দাবি চাকরিতে অতিসত্বর নিয়োগ করা।কিন্তু মুখ্যমন্ত্রীর
বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা তা আচ করতে পেরে কয়েক জন বেকার যুবককে
ধরে নিয়ে যায়। সেখান থেকে নিরাশ হয়ে গিয়ে
রাজবাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরি প্রত্যাশিত যুবকরা বলেন, ২০২২ সালে
ত্রিপুরা ফায়ার সার্ভিস ৩২৯ জন ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগ করার ঘোষণা দিয়েছিল।
এরপর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ২০২৩ সালের ৮ই জানুয়ারি লিখিত পরীক্ষা হয়েছে। তার ফল
ঘোষণা আজও করা হয়নি। তাই দ্রুত যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়, তার জন্য মুখ্যমন্ত্রীর
কাছে আবেদন জানান বেকার যুবকরা।
AKB TV News
25.02.2025