Type Here to Get Search Results !

‘গণতান্ত্রিক ব্যবস্থায় সবার উপরে সংসদ, তার উপরে আর কেউ নেই'।। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।। AKB TV News


নিজস্ব প্রতিনিধি,

দেশের ‘গণতান্ত্রিক ব্যবস্থায় সবার উপরে সংসদ, তার উপরে আর কেউ নেই।’ সংসদে পাশ হওয়া আইনে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ নিয়ে হইচইয়ের মাঝেই শীর্ষ আদালতকে নিশানা করে সরব হলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। ‘সংসদে পাশ হওয়া আইনের উপর হস্তক্ষেপের অধিকার কারও নেই।’ অতি সম্প্রতি সংসদের দুই কক্ষে পাশ হওয়া বিলে সাক্ষরে রাষ্ট্রপতিকে সময় বেঁধে দেওয়া ও সংসদে পাশ হওয়া ওয়াকফ আইনে সুপ্রিম হস্তক্ষেপ, এই দুই ইস্যুতে বিচার বিভাগকে নিশানায় নিয়েছে কেন্দ্রের শাসকদল। এই ইস্যুতেই মঙ্গলবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে সুর চড়িয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় বলেন, ”১৯৭৭ সালে জরুরি অবস্থা জারি করা একজন প্রধানমন্ত্রীকে পর্যন্ত জবাবদিহি  করতে হয়েছিল। এরফলে এই বিষয়ে কোনও সন্দেহ থাকা উচিত নয় যে সংসদই সর্বোচ্চ। তার উপরে আর কোনও সংস্থা থাকতে পারে না। কারণ সংসদে যারা নির্বাচিত হয়ে আসেন, তাঁরা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন।” সংসদে গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বলেন, “কোন আইন কেমন হবে, তাতে কী কী সংশোধন আনা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার সংসদের রয়েছে। এক্ষেত্রে সংসদের উপরে কেউ নেই বলে উপ রাষ্ট্রপতি জানান।”


Akb tv news 

22.04.2025

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.