নিজস্ব প্রতিনিধি,
দু’দিনের
সফরে মঙ্গলবার সৌদি আরব গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের আমন্ত্রণে এনিয়ে তৃতীয়বার সৌদি গেলেন
প্রধানমন্ত্রী। জানা গেছে, এই সফরে অপরিশোধিত তেল ও তৈল সংশোধনাগারে লগ্নির বিষয়ে
ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে পারে দুই দেশ। এর পাশাপাশি দুই দেশের মধ্যে কমপক্ষে ৬টি
মউ সাক্ষর হতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল
মহল। এছাড়াও আলোচনা হতে পারে হজ যাত্রীদের কোটা-সহ এই সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে। প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর শাসনকালে সৌদি তথা পশ্চিম এশিয়ার সঙ্গে
ভারতের কূটনীতিক ঘনিষ্ঠতা বাড়াতে তৎপর হয়েছে ভারত। সেই লক্ষ্যেই দুই দেশের
বন্ধুত্বকে আরও জোরদার করতে প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে জানা
গেছে।
Akb tv news
22.04.2025