নিজস্ব প্রতিনিধি,
সরকারি জল সরবরাহের পাইপ দিয়ে জলের সাথে বেরিয়ে এল মৃত সাপ। এই ঘটনা মঙ্গলবার
তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত দুই নম্বর ওয়ার্ড অর্থাৎ শিশুবিহার এলাকায়।জানা
গেছে, এদিন সকালে ওই এলাকার বাসিন্দা উমেশ চন্দ্র সাহার বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের
সরকারি টেপ দিয়ে জল যখন আসছিল না, তখন পরিবারের লোকজনেরা কি হয়েছে বিষয়টা দেখতে
যান। তখন দেখা যায় পাইপের টেপের মাথায় একটি মৃত সাপ আটকে রয়েছে। এই দৃশ্য দেখে শুধুমাত্র
উমেশ চন্দ্র সাহার পরিবারের লোকজনেরা নয়, গোটা এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের
সৃষ্টি হয়েছে। তারা এখন জল নিয়ে আতঙ্কিত। কারন এই জলই পান করছেন তারা।
Akb tv news
22.04.2025