নিজস্ব প্রতিনিধি,
সোমবার ছিল বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্ম মতে, আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর নাম দেওয়া হয় 'বুদ্ধ পূর্ণিমা'। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি একটি বিশেষ দিন।'জগতের সকল প্রাণী সুখী হোক' এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহা পরিনির্বাণের স্মৃতি বিজড়িত এই দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করে থাকেন বুদ্ধ ভক্তরা। এই দিনটি সারা বিশ্বের সঙ্গে রাজ্যে ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। প্রতি বছরের মত এবছরও রাজধানীর বেনুবন বিহার বুদ্ধ মন্দিরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আয়োজিত হয় বিশেষ প্রার্থনা সভা। এই প্রার্থনা সভাকে ঘিরে বুদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।
Akb tv news
12.05.2025