নিজস্ব প্রতিনিধি,
সোমবার বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্ম ও পরিনির্বাণ এই পবিত্র দিনে হয়েছিল। মহাবোধি বৃক্ষের নিচে, বোধগয়া-য় তিনি বোধি লাভ করেছিলেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ভগবান বুদ্ধ করুণার অবতার ছিলেন। অহিংসা, প্রেম ও দয়ালুতা — এই মূল্যবোধ মানব কল্যাণের ভিত্তি। তাঁর আদর্শ আমাদের সমতা, সম্প্রীতি ও সামাজিক ন্যায়ের চিরন্তন মূল্যের প্রতি বিশ্বাসকে আরও দৃঢ় করেছে।”এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুদ্ধ পূর্ণিমার পবিত্র উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এদিন সোশ্যাল মিডিয়ায় বলেন, “সত্য, সমতা ও সম্প্রীতির নীতির ওপর ভিত্তি করে ভগবান বুদ্ধের বাণী মানবতার জন্য পথপ্রদর্শক। ত্যাগ ও তপস্যায় নিবেদিত ভগবান বুদ্ধের জীবন বিশ্বকে করুণা ও শান্তির পথে অনুপ্রাণিত করে চলবে।”
Akb tv news
12.05.2025