নিজস্ব প্রতিনিধি,
কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর থেকে বিগত কয়েক দিনের ঘটনাক্রম ও ভারতীয় সৈনিকদের অসীম পরাক্রম, অদম্য সাহস ভারতবর্ষকে এক নতুন উচ্চতায় দাড় করিয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকারের রাজনৈতিক সদিচ্ছা, দেশ ও দেশবাসীর সুরক্ষা, দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষায় তাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে নির্ণায়ক লড়াই পাকিস্তানের মত দুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে করেছে তাতে দেশের সকল রাজনৈতিক দল থেকে শুরু করে সকল নাগরিক সঙ্গে দাঁড়িয়েছেন, তার জন্য প্রথমেই আমরা ভারতীয় বীর সেনা বাহিনীদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। তাদের পরাক্রমে দেশের মানুষ আজ গর্বিত। সোমবার বিজেপি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন বিজেপি দলের মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী।
Akb tv news
12.05.2025