আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রদ্যুৎ কিশোর দেবর্বমণ সহ বিজেপিতে থাকা অধিকাংশ লোকেরই ডিএনএ কংগ্রেসের ।। বিধায়ক সুদীপ রায় বর্মণ ।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি,

    তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেবর্বমণ সহ বিজেপিতে থাকা অধিকাংশ লোকেরই ডিএনএ কংগ্রেসের। তাই কংগ্রেসের প্রতি তাঁদের দূর্বলতা থাকাটা স্বাভাবিক। এটা অস্বাভাবিকের কিছু না। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি বলেন, বুধবার মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন কংগ্রেস ভবনের সামনে এসে কংগ্রেস দলের পতাকা ফিরিয়ে দিয়ে গিয়েছেন। তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকাকালীন প্রচুর দলীয় পতাকা রয়ে গিয়েছিল। সেগুলো ফিরত দিতেই তিনি কংগ্রেস ভবনের সামনে এসেছিলেন। ভিতরেও তিনি প্রবেশ করেননি, বাইরে থেকেই দিয়ে চলে যান বলে তিনি জানান। বিধায়কের দাবি, এর পেছনে কোন রাজনৈতিক কারণ নেই। তিনি শুধু কংগ্রেস নেতৃত্বদের কথা রেখে দলীয় পতাকা ফিরত দিতে এসেছিলেন।


     Akb tv news 

    15.05.2025

     

    3/related/default