গত ২২শে এপ্রিল কাশ্মীরের পহেলগামে জঙ্গিরা ধর্ম দেখে মেরেছে, কিন্তু আমরা কর্ম দেখে মেরেছি।বৃহস্পতিবার শ্রীনগরে সেনাঘাঁটিতে দাঁড়িয়ে এভাবেই হুঙ্কার দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি, জওয়ানদের উদ্দেশ্যে তিনি বলেন, “জঙ্গিদের প্রতি আপনাদের কঠোর মনোভাব প্রশংসার যোগ্য। অপারেশন সিঁদুরে আপনারা যা করেছেন, তাতে গোটা দেশ গর্বিত।”অপারেশন সিঁদুরের পর বৃহস্পতিবার সকালে প্রথমবার জম্মু ও কাশ্মীরে পা রাখেন রাজনাথ। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সেনা বাহিনীর প্রস্তুতি এদিন খতিয়ে দেখেন রাজনাথ সিং। অপারেশন সিঁদুরের সফল্যের জন্য অভিনন্দন জানান জওয়ানদেরও। ভারত-পাকিস্তান সংঘাতের আবহে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের মাটিতে বেশ কয়েকটি শেল ছোড়ে পাক সেনা। বৃহস্পতিবার সেই জায়গাগুলি ঘুরে দেখেন রাজনাথ সিং এবং কথা বলেন তিনি জওয়ানদের সঙ্গে। সেনা বাহিনীর সঙ্গে কথা বলতে গিয়ে প্রথমেই তিনি বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বীর জওয়ানদের আত্মত্যাগকে আমি শ্রদ্ধা জানাই। পহেলগাঁওয়ে নিহত সাধারণ নাগরিকদের প্রতিও আমি শ্রদ্ধা জ্ঞাপন করি।”
Akb tv news
15.05.2025