নিজস্ব প্রতিনিধি,
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর প্রজ্ঞা ভবনের তিন নং হলে "টিসিএস
২০২৪ ব্যাচের অফিসারদের জন্য ইন্ডাকশন প্রশিক্ষণ" এর সমাপনী অধিবেশনের আয়োজন
করা হয়। এদিন আয়োজিত সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও
রাজ্যের মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে
মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, ৩০ জন টি সি এস অফিসার আমাদের সরকারে যুক্ত হওয়ার পর
আমাদের সরকারের শক্তি কিন্তু অনেকটা বৃদ্ধি পেল। ৩০ জনের মধ্যে ১০ জন মহিলা ও ২০
জন পুরুষ। মহিলা শক্তি আজ আমরা এখানে দেখতে পাচ্ছি। তা দেখে খুব ভাল লাগছে। এর
থেকেই বোঝা যায় যে আমরা এখন কোথায় আছি। এমন ভাবেই নিজের খুশি জাহির করলেন
মুখ্যমন্ত্রী।
Akb tv news
15.05.2025