নিজস্ব প্রতিনিধি,
আদিবাসী কল্যাণে উওরের জৈথাংয়ে সচেতনতা ও স্যাচুরেশন ক্যাম্পে সারা! জনজাতীয় গৌরব বর্ষ’-এর অঙ্গ হিসেবে দেশব্যাপী চলমান ‘ধরতি আবা জনভাগিদারি অভিযান’-এর অন্তর্গত বিশেষ সচেতনতা ও উপকারভোগী স্যাচুরেশন ক্যাম্পের সূচনা হয়েছে ত্রিপুরা জুড়ে। ১৫ দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পের লক্ষ্য হল—আদিবাসী সম্প্রদায়ভুক্ত সকল যোগ্য পরিবারকে সরকারি কল্যাণমূলক প্রকল্প ও পরিষেবার পরিসরে অন্তর্ভুক্ত করা। এই উপলক্ষে মঙ্গলবার উত্তর ত্রিপুরার যুবরাজনগর আরডি ব্লকের জৈথাং ভিলেজ কমিটির আওতাধীন জৈথাং এসবি স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় এক ব্লক স্তরের গুরুত্বপূর্ণ শিবির। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক,সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর জেলার সভাধিপতি অপর্ণা নাথ, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সমরেন্দ্র দেবনাথ এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ মালাকার প্রমুখ। মন্ত্রী টিংকু রায় এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,“এই বিশেষ অভিযানের মাধ্যমে আদিবাসী জনগণের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া বাস্তবিক রূপ পাচ্ছে। এর ফলে রেশন কার্ড, স্বাস্থ্যসেবা, আবাসন, সামাজিক সুরক্ষা পেনশন, শিক্ষাবৃত্তি সহ একাধিক প্রকল্পের সুবিধা সহজলভ্য হয়ে উঠবে।”
Akb tv news
24.06.2025