নিজস্ব প্রতিনিধি,
মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে তিন দফতর যথা প্রাণী সম্পদ বিকাশ দফতর, তপশিলি জাতি কল্যাণ দফতর, এবং মৎস্য দফতরের জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই পর্যালোচনা বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এই জেলার জেলা শাসক থেকে শুরু করে দফতরের আধিকারিক , এলাকার বিধায়ক, জিলা সভাধিপতি প্রমুখ। এ বিষয়ে মন্ত্রী এদিন জানান এই পর্যালোচনা বৈঠকে ২০২৪ – ২৫ অর্থ বছরের বিভিন্ন কাজ সম্পর্কে যেমন আলোচনা করা হবে তেমনি ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে বরাদ্দ অর্থ কি ভাবে বিভিন্ন উন্নয়ন মূলক কাজে দ্রুত বাস্তবায়িত করা যায় এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকারের উন্নয়ন মূলক প্রজেক্ট কি ভাবে বাস্তবায়িত করা হচ্ছে এনিয়ে আলোচনা হয়। পরবর্তী সময়ে উপস্থিত সকলের মতামতের উপর ভিত্তি করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যাতে এই তিন দফতরকে কাজে লাগিয়ে গ্রামীণ মানুষের ব্যাপক উন্নয়ন করা যায়। বুধবারও এই জেলায় বিভিন্ন কার্যক্রম রয়েছে বলে এদিন জানান তিনি।
Akb tv news
24.06.2025