আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অন্ধ্র প্রদেশের শ্রীশৈলমের পাহাড়ি মন্দির শ্রী ভ্রমরম্ব মল্লিকার্জুন স্বামী মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    বৃহস্পতিবার অন্ধ্র প্রদেশের শ্রীশৈলমের পাহাড়ি মন্দির শ্রী ভ্রমরম্ব মল্লিকার্জুন স্বামী মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পঞ্চামৃত ও রুদ্রাভিষেকম সহ বিশেষ আচার-অনুষ্ঠান করেন এবং দেবী ব্রহ্মরম্ভের খড়গমালা এবং কুম্ভকুমারচনে অংশ গ্রহণ করেন। বৃহস্পতিবার মন্দিরে প্রধানমন্ত্রীর আগমনের পর মন্দিরের পুরোহিত এবং বৈদিক পণ্ডিতরা পূর্ণ কুম্ভম দিয়ে ঐতিহ্যবাহী স্বাগত জানান। পাশাপাশি আশীর্বাদ এবং গভীর শ্রদ্ধার প্রতীক পবিত্র স্তোত্র পাঠ করেন। মন্দিরে দর্শন ও প্রার্থনার পর প্রধানমন্ত্রী শ্রী শিবাজি স্ফূর্তী কেন্দ্র পরিদর্শন করেন। প্রসঙ্গত, এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুর্নুলের ওরভাকাল বিমান বন্দরে পৌঁছান, যেখানে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বিচারপতি আব্দুল নাজির, মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু, উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ, মন্ত্রী নারা লোকেশ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।এদিন অন্ধ্র প্রদেশে মেগা প্রোজেক্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।







    akb tv news 

    16.10.2025 

    3/related/default