আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বদলে যাচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরের ঠিকানা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    এবার বদলে যাচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরের ঠিকানা। সাউথ ব্লকের ঐতিহাসিক ভবন ছেড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার পা রাখবেন নতুন দপ্তরে। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে তৈরি নতুন প্রশাসনিক ভবনের এগজিকিউটিভ এনক্লেভ-১-এর সেবা তীর্থ-১-এ প্রধানমন্ত্রীর ওই নতুন দপ্তর তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে দিওয়ালির পরই ওই নতুন ভবনে সরছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তর।সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে এই মোদি সরকারই প্রধানমন্ত্রীর এই নতুন দপ্তর তৈরি করেছে। সেবা তীর্থ-১-তে প্রধানমন্ত্রীর দপ্তর স্থানান্তরিত হবে। তার পাশে, সেবা তীর্থ-২ তে মন্ত্রিসভার সচিবালয়, সেবা তীর্থ-৩-এ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দপ্তর তৈরি হতে চলেছে। স্বাধীনতার পর এই প্রথম বদল হতে চলেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিকানা। গত ১৪ই অক্টোবর  ক্যাবিনেট সচিব টি. ভি. সোমনাথন এই দপ্তর স্থানান্তর নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক করেছেন। সেনাপ্রধান, নৌ সেনাপ্রধান, বায়ুসেনা প্রধান ও চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানও উপস্থিত ছিলেন বৈঠকে।






    akb tv news 

    15.10.2025 

    3/related/default