নেই কোন গুরুত্বপূর্ণ উপাদান। ওষুধের মধ্যে ক্যালসিয়ামের
অস্তিত্ব নেই। ওষুধের মধ্যে এমন উপাদান না থাকার কারণে ৩৪টি ওষুধকে ‘নট
স্ট্যান্ডর্ড কোয়ালিটি’ বা নিকৃষ্ট মানের তালিকাভুক্ত করল সেন্ট্রাল ড্রাগ
কন্ট্রোল অর্গানাইজেশন। এগুলির মধ্যে রয়েছে জীবনদায়ক বিভিন্ন ওষুধও। কলকাতা থেকে
বাজেয়াপ্ত হয়েছে অস্থিসন্ধির গুরুত্বপূর্ণ ওষুধ। জানা গেছে, এই ওষুধ এসেছে গুজরাট থেকে। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বোর্ডের
আধিকারিকরা বলেছেন, যে কোম্পানি এই নিম্নমানের ওষুধ তৈরি করেছে তার নাম হল গিডসা
ফার্মাসিউটিক্যাল। কীভাবে গুজরাট থেকে এই ওষুধ কলকাতায় প্রবেশ করল তা নিয়ে প্রশ্ন
উঠে গিয়েছে। এনিয়ে তদন্ত শুরু করেছে ড্রাগ কন্ট্রোল বোর্ড। এদিকে মোট ৩৪ ওষুধকে নট
স্ট্যান্ডার্ড কোয়ালিটি-র তালিকায় নথিভুক্ত করেছে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বোর্ড। এরমধ্যে
রয়েছে অ্যাম্পিসিলিন প্যারাসিটামলও। এই ট্যাবলেট পরীক্ষায় পাশ করতে পারেনি।
akb tv news
16.10.2025