আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি, আগরতলাঃ
    প্রকাশিত হলো রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। পিসিএম এবং পিসিবি গ্রুপে প্রথম হয় রোহন দেববর্মা। পিসিএম গ্রুপে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে শুভ্রদীপ সাহা এবং স্পন্দন সেন চৌধুরী। পিসিবি বিভাগে দ্বিতীয় হয় নীলোৎপল চক্রবর্তী। তৃতীয় স্থান দখল করে দীপমাল্য চক্রবর্তী। বুধবার(২৩মে) বিকাল ৪টায় বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল প্রকাশ করে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমেও ফলাফল জানা যাবে। তার জন্য টিবিজেইই টাইপ করে স্পেস দিয়ে এনরোলমেন্ট নম্বর সহ ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে পাঠাতে হবে। 

    ২৩শে মে ২০১৮ইং           
    3/related/default