আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ঢাকার টিকটকার ‘অপু ভাই’ গ্রেফতার

    আরশি কথা
    ঢাকা ব্যুরো অফিস,আরশিকথাঃ পথচারীকে হত্যা চেষ্টার অভিযোগে লাইকি তারকা ‘অপু ভাই’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যার পর তাকে রাজধানীর উত্তরা থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ওসি তদন্ত আদিল হোসেন। সোশ্যাল মিডিয়া লাইকিতে রঙিন চুলে ছোট ভিডিও করে বেশ পরিচিতি লাভ করেন ‘অপু ভাই’। এই মাধ্যমে তাকে অনুসরণ করেন প্রায় ১০ লাখ অনুসারী। আদিল হোসেন বলেন, রোববার উত্তরায় রাস্তা আটকিয়ে টিকটক করছিলেন অপু ও তার বাহিনী। এসময় পথচারীদের মধ্যে একজন তাদের সরে যেতে বললে অপুর সঙ্গে থাকা যুবকরা ওই ব্যক্তির গায়ে হাত তুলে। আজ সোমবার হত্যা চেষ্টার মামলা হলে অপুকে উত্তরা থেকেই আটক করা হয়। উত্তরা পূর্ব থানার ওসি তদন্ত আরও বলেন, বর্তমানে থানা হেফাজতেই আছেন তিনি। তবে মামলাকারীর নাম বলতে পারেননি তিনি। এদিকে পুলিশ যখন অপুকে আটক করছিল বেশ কয়েকজন অপুকে মারতে থাকে। এমন ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছেন। একজন কাঁচি দিয়ে অপুর চুল কাটার চেষ্টায়ও ছিলেন। সম্প্রতি মামুন নামের আরেক লাইকি তারকার সঙ্গে মারপিটে জড়ান অপু ভাই। সেসব ভিডিও ভাইরাল হয়েছে।

    ৪ঠা আগস্ট ২০২০
    3/related/default