আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    টোকিওতে বিএনপি-র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ জাপান ডেস্ক

    আরশি কথা
    ।মিথুন রিবেরু,জাপান,আরশিকথা । বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি)-র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বি এন পি জাপান ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার, টোকিওর কিতা ওয়ার্ডস্থ আকাবানে ভিবিও হলে এক আলোচনা সভার আয়োজন করে। সভার সভাপতিত্ব করেন দলটির সভাপতি আলহাজ্ব মো: নুর এ আলম নুরআলী। সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট ব্যবসায়ী ও দলটির উপদেষ্টা এস ইসলাম নান্নু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো মনি এমদাদ। প্রধান বক্তা হিসেবে দলের অতীত-বর্তমান অবস্থা ও আগামী দিনের পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে আলোচনা করেন দেলোয়ার হোসেন ডিও। সভার পরিচালনা করেন রনি খান।
    সভায় অন্যান‌্যদের মধ্যে বক্তব্য রাখেন মো জসিম উদ্দিন, হোসেন হায়দার (ছাত্র বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছা সেবক দলের সভাপতি), এ টি এম জামান (জিয়া পরিষদ, জাপান-র সভাপতি), ওমর ফারুক রিপন, মো মোস্তাফিজুর রহমান জনি, এম ডি তানভির হোসেন, ওমর ফারুক, কে এম আমির হোসাইন, নজরুল ইসলাম রাজীব, সামচুল হুদা রুমন, তানভীর আহমেদ, আব্দুল হাইউল রুবেল, আবুল খায়ের ভূইয়া, নূরুল ইসলাম মিঠু, ফরহাদ প্রিন্স চৌধুরী, মো: মনির হোসেন, খায়রুল হাসান মামুন, মোল্লা সেলিম, শরীফ সিকদার প্রমূখ। রবিরবার সাপ্তাহিক ছুটি থাকায় দূরদূরান্ত থেকে বি এন পির আদর্শে যারা রাজনীতি করেন তারা উপস্থিত ছিলেন। সব শেষে ছিল রাতের বিশেষ খাবারের ব্যবস্থা।

    আরশিকথা
    ১০ই সেপ্টেম্বর ২০২০
    3/related/default