আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মাষ্টার মশাই" ......... শিক্ষক দিবসে ত্রিপুরা থেকে শ্যামল কান্তি দে এর অনুভব

    আরশি কথা

    মাষ্টার মশাই"

    ই কিমন আশা বট্যএ বাবু
    বিহান থেইকে ফুল মালা লিয়ে
    বইসে আইছ মুখে কুন রা লাই ৷
    যদ্দি বইলতে লাই পার কিছছু 
    তব্বে হামদের ডেরায় চল ৷
    বাগগানে আইজ হামদের  
    সক্কলের প্রিয় মানুষটা আইব ৷
    হে কুন জাতের তা জানা লাই
    রহিম করিম সুবল বলাই
    সক্কলে হেরে ভালা পায় ৷
    হামদের বাগগানের ছেমারা ছেমরি
    লতুন ভাষা  শিখল হের কাইছে ৷
    রুজ্জি রুটির জইন্য যখ্যন মালিক
    লাই শুনল হামদের কথ্যা তখ্যন
    বুঝাই দিলক হক লিবার পথ কি
    ভুখা পেট চলার শক্তি পাইলক ৷
    হামদের ডেরায় মাটটিতে বইসল
    মুখে কইল লিচে বইসলে আরাম ৷
    আইজ আইব হামদের মইঝে
    মানুষটার পা ধইরতে  দিলক লাই ৷
    কুনদিন কাইছে গেইলে বইলত
    মাথা খারা কইরে চলবি সব সময়
    গতর খেইটে রুজ্জি কইরবি ৷ 
    অন্যায় দেইখলে প্রতিবাদ কইরবি
    ইসব লাজানা কথ্যা হামদের শিখাইল ৷
    চল বাবু তহর হাতের ফুল মালাটা
    হামদের মানুষটাকে দিবি চল ৷
    তহর মুখে রা ফুইটব অর সাথে
    দিখে লিবি হামদের প্রিয় মানুষকে


     

    3/related/default