আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ঘটা করেই রথযাত্রা উৎসব পালন করবে ইসকনঃ আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

    অন‍্যান‍্য বারের মতো এ বছরও আগরতলায় ইসকন মন্দির কর্তৃপক্ষ ঘটা করে পালন করবে রথযাত্রা উৎসব। আগামী ২০ জুন বিকাল ৩ টায় মঠ চৌমুহনি স্থিত তাদের মন্দির থেকে বের হবে ভগবান জগন্নাথের এই রথযাত্রা । রথের রশিতে টান দেওয়ার জন্য উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রী টিংকু রায়,  মন্ত্রী সুশান্ত চৌধুরী ও মেয়র দীপক মজুমদার সহ অন‍্যান‍্যরা। আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মাসির বাড়ি তথা এবছর গুরুজি কনফারেন্স হলের সামনে সাতদিনের জন্য থাকবে জগন্নাথ বলরাম ও সুভদ্রা। ফেরা রথ পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান।

    বৃহস্পতিবার  একথা জানান আগরতলার  ইসকন মিশনের যুগ্ম অধ্যক্ষ শ্রীদাম গোবিন্দ দাস।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১৫ই জুন, ২০২৩

     

    3/related/default