আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরির তোড়জোড় শুরু কেন্দ্রের ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ   

    বহু তৎপরতার পর অবশেষে বিরোধীদের চাপের মুখে পড়ে সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরির তোড়জোড় শুরু করল কেন্দ্র। এনিয়ে এক সূত্রের খবর, মনমোহনের স্মৃতিসৌধ তৈরির জন্য জমি দেখার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জমি শনাক্ত করা হয়েছে। সেগুলি নিয়ে মনমোহনের পরিবারের আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে, অপর এক সূত্রের খবর, যমুনা নদীর ধারে রাজঘাট, রাষ্ট্রীয় স্মৃতি স্থল ও কিসান ঘাটে এক থেকে দেড় একরের মত তিনটি জমি চিহ্নিত করা হয়েছে। রাজঘাটের কাছে যেখানে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধীর স্মৃতিসৌধ রয়েছে তার কাছের একটি জমিতে স্মৃতিসৌধ তৈরির সম্ভাবনা বেশি। তবে বিকল্প হিসাবে চৌধুরী চরণ সিংয়ের স্মৃতিসৌধের কাছেও জায়গা দেখে রাখা হয়েছে বলে জানা গেছে। 





    AKB TV News

    2.01.2025

    3/related/default