আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রেশন কার্ড চালু রাখতে কেওয়াইসি করা বাধ্যতামূলক করল কেন্দ্র।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    রেশন কার্ড নিয়ে এবার আরও কঠোর হচ্ছে কেন্দ্রীয় সরকার। নিয়মে অনেক কড়াকড়ি করা হচ্ছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, রেশন কার্ড চালু রাখতে কেওয়াইসি করা বাধ্যতামূলক করা হয়েছে। যারা ই-কেওয়াইসি করাবেন না, তারা রেশন পাবেন না। কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, সরকারি এই রেশনের সুবিধা যাতে নায্য ও বৈধ ব্যক্তিদের কাছে পৌছয়, তার জন্য ই-কেওয়াইসি গুরুত্বপূর্ণ। কেওয়াইসি না থাকলে, জালিয়াতির সম্ভাবনা অনেকাংশে থেকে যায়। এই জালিয়াতি রুখতেই ই-কেওয়াইসি আপডেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার রেশন গ্রাহকদের বাধ্যতামূলক ভাবে ই-কেওয়াইসি আপডেট করতে হবে। এর জন্য নিকটবর্তী রেশন ডিলার বা পাবলিক সার্ভিস সেন্টারে যেতে হবে আধার কার্ড ও রেশন কার্ড নিয়ে। সেখানে আপনাকে আধার কার্ডের মাধ্যমে আপনার বায়োমেট্রিক যাচাই করতে হবে।প্রসঙ্গত, একাধিক রাজ্যেই বর্তমানে অনলাইনে কেওয়াইসি করার সুবিধাও রয়েছে। মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইন পোর্টালে লগ ইন করে আধার নম্বর ও রেজিস্টার্ড নম্বরে আসা ওটিপি দিয়ে কেওয়াইসি আপডেট করাতে পারেন। যাদের বায়োমেট্রিক বা ফিঙ্গার প্রিন্টের সমস্যা, তাদের অফলাইন সেন্টারে গিয়েই আধারের কেওয়াইসি আপডেট করতে হবে। এই কেওয়াইসি আপডেট হলেই রেশন কার্ডের সুবিধা পাবেন বলে জানিয়েছে কেন্দ্র।

    Akb tv news 

    19.07.2025


    3/related/default