আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সারা দেশের সাথে রাজ্যেও ‘ইউনিটি মার্চ’ কর্মসূচি সংগঠিত করা হবে।। মন্ত্রী টিংকু রায়।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    মহাকরনের প্রেস কনফারেন্স হলে সোমবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দফতর। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দফতরের মন্ত্রী টিঙ্কু রায় ও দফতরের সচিব প্রদীপ চক্রবর্তী সহ দফতরের অন্যান্য আধিকারিকরা। লৌহ মানব সর্দার বল্লব ভাই প্যাটেলের ১৫০তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ইউনিটি মার্চ কর্মসূচি সংগঠিত করা হবে রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দফতরের তরফে।এই উপলক্ষ্যে এদিন এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে দফতরের মন্ত্রী বলেন,সর্দার বল্লব ভাই প্যাটেলের ১৫০তম জন্ম- বার্ষিকী উপলক্ষ্যে সরকার ঐক্য পদযাত্রার আয়োজন করেছে। দেশব্যাপী এই পদযাত্রা সংগঠিত  করা হবে। আমাদের রাজ্যেও রাজ্যস্তরে ও জেলাস্তরে এই অনুষ্ঠান পালন করা হবে। তবে এরজন্য দিনক্ষন এখনো ঠিক করা হয়নি বলে তিনি জানান।





    akb tv news 

    13.10.2025 

    3/related/default