আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সাড়া জাগানো বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রিস্ক, রানার্স হার্ড ওয়ার্কিং-এ

    আরশি কথা
    আগরতলা ডেস্ক, আরশিকথাঃ
     অষ্টম বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে সাংবাদিকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেছে। শনিবার(২৯ ডিসেম্বর) স্বামী বিবেকানন্দ ময়দানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
    উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা উদয়ন চৌধুরী, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. অরুণোদয় সাহা, স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, নিউজ ভ্যানগার্ডের এডিটর সেবক ভট্টাচার্য সহ অন্যান্যরা।
    টুর্নামেন্ট শুরুর আগে আমন্ত্রিত অতিথিরা সবকটি টিমের ক্রিকেটারদের সাথে পরিচিত হম। 
    প্রথমে মহিলাদের মধ্যে প্রীতি ম্যাচ হয় তারপর রাজ্যের প্রাক্তন ও বর্তমান রঞ্জি ক্রিকেটারদের সঙ্গে ট্রাফিক পুলিশের আরও একটি প্রীতি ম্যাচ হয়। তারপর হয় মূলপর্বের খেলা। 
    এবছর স্যন্দন পত্রিকা আয়োজিত প্রয়াত চিত্র সাংবাদিক বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়নের খেতাব দখল করে রিস্ক দল। রানার্স খেতাব পায় হার্ড ওয়ার্কিং-এ দল। 

    ফাইনালে সেরা হয় কৌশিক সমাজপতি।

    ছবিঃ সুমিত কুমার সিংহ এবং সংগৃহীত

    ২৯শে ডিসেম্বর ২০১৮ইং   
    3/related/default