Type Here to Get Search Results !

About Us




The Mirror ... Exploring the Reflection of Societies Voice 

২০১৬ সাল থেকে নানা আঙ্গিকে অবিরাম পথচলায় সচেষ্ট থাকছে আরশিকথা। মূল উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই - গোটা বিশ্ব জুড়ে বাংলা ভাষাকে আরও ছড়িয়ে দিয়ে তার মর্যাদা এবং শ্রীবৃদ্ধি অক্ষুন্ন রাখা। বিশ্ব জুড়ে বাংলা ভাষাভাষীদের সঙ্গে শ্রেষ্ঠ ভাবনার বিনিময় ঘটিয়ে এক অটুট সম্পর্কের বন্ধনে যুক্ত থাকা। ইতিমধ্যেই আরশিকথা ১০টি দেশের সঙ্গে সংযুক্ত হতে পেরেছে। লক্ষাধিকেরও বেশী মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনে সফলতা অর্জন করতে পেরেছে। ৫০ হাজারেরও বেশী সম্মানিত পাঠক ও দর্শকের ভালোবাসায় এক বিরামহীন এগিয়ে যাওয়ায় থাকতে পারছে। প্রতিদিনকার তথ্য - সংবাদ প্রদান সহ নানা প্রয়োজনীয় মূল্যবান প্রতিবেদন এবং বিনোদনে সবার মন জয় করে এই এগিয়ে চলার মূল শক্তিচালিকা হচ্ছেন আরশিকথা পরিবারের সম্মানিত সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী, লেখক, কবি, গল্পকার, প্রতিবেদক, কলামিস্ট এবং গুণীজন সমৃদ্ধ পরিচালকমন্ডলীর মাননীয় উপদেষ্টাগণ সহ শতাধিক সদস্য সদস্যারা। এনারা সবাই তাদের দক্ষ এবং উপযোগী ভাবনায় আরশিকথাকে নানাভাবে ঋদ্ধ করে পথ চলতে সহায়তা করে চলেছেন। এছাড়া বিশেষ ভূমিকায় থাকা সম্মানিত বিশিষ্টজন, বিজ্ঞাপনদাতাগণ এবং সদস্য সদস্যাদের সহযোগিতায় আমরা রাজ্য, বহিরাজ্য সহ দেশবিদেশের খ্যাতনামা ও বিশিষ্ট শিল্পীদের সমন্বয়ে বিগত বছরগুলিতে বহু সামাজিক এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক কর্মকান্ড সংঘটিত করতে সমর্থ হয়েছি। বর্তমানে মূল্যায়ন ও গুণমানের মাপকাঠিতে দেশবিদেশের জনপ্রিয় অনলাইন বাংলা নিউজ পোর্টাল www.aarshikatha.co.in  এক স্বীকৃতি নিয়ে কাজ করে চলেছে। আগামীদিনেও বহু কর্মকান্ডের মাধ্যমে সবার শ্রেষ্ঠ ভাবনাকে ছড়িয়ে দেওয়ার কাজে ব্রতী থাকবে আরশিকথা। ত্রিপুরা, বাংলাদেশ ও দেশবিদেশের খবর পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি, বিনোদন, স্বাস্থ্য-সৌন্দর্য, অতিথি কলাম, ভাগ্যফল, আরশিকথা হাইলাইটস ইত্যাদি সহ ১৬ টি বিভাগ নিয়ে সমৃদ্ধ  "আরশি কথা"। অবসরে... অবকাশযাপনে কিংবা রোজকার বিশেষ খবরে চোখ বুলিয়ে নিতে অথবা রাজ্য এবং দেশবিদেশের বিশিষ্ট লেখক, গল্পকার, কবি ও, প্রতিবেদকের গল্প, কবিতা সহ নানা অনুভবের বৃত্তান্তে চোখ রাখতে সার্চ করুন www.aarshikatha.co.in আর পেয়ে যান মনের মতো এক সঙ্গী "আরশি কথা" কে||