আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বহুমুখী....ত্রিপুরা থেকে শ্যামল কান্তি দে'র কবিতা

    আরশি কথা
    বহুমুখী....

    বাবুরা ,আজব হইলেও সইত্য কত্থা 
    আইজ তুমদের কইব  ,
    মু-র বাগগানে ইক পশু চাইলক, 
    ইস্কুল কইরবে  বাগগানে ৷
    অইন্য পশুদের বহুমুখী শিক্ষায়  
    শিক্ষিত কইরবার লইক্ষ্যে ,
    শিক্ষা কমিটিও গঠ্যন কইরলক ,
    মু-র বাগগানের দক্ষিণ কুণে ৷
    ঠিক হইলক , 
    যি যি শিক্ষা লিতে আইবেক ,
    প্রইত্যককেই বহুমুখী শিক্ষায় ,
    শিক্ষিত করা হইবেক ৷
    আক্কাশে উড়া ,গাছছে চইড়া  ,মাটটি খুঁইড়া
    সাঁতার  , সবই শিক্ষা হইবেক ইস্কুলে ৷
    লিয়ম মেইনে জানান হইলক 
    বাগগানের সক্কলকে ইদিক ওদিক ৷
    বাবুরা , ইস্কুলে পইড়তে আইলক 
    পক্ষী , কাঠবিড়ালি , কেঁচ , হাতি
    খরগুস , শিয়াল.  ঘোড়া ,হাঁস 
    মুরগা সহ জনাকয় জাতি ৷
    পক্ষী বইলক ,
    " মু আক্কশে উইড়তে পারি "
    '"মাটটি খুঁইড়তে পারি " কেঁচ কইলক ,
    মু ছুইটতে পারি , মু গাছছে চইড়তে পারি ৷
    ই ভাবে লিজের  ক্ষেমতা 
    জানাই দিলক হক্কলে ৷
    অর বুঝাই দিলক সবই 
    হেরা লিজ ক্ষেমতায় প্রথম ৷
    বাবুরা , ইবার বাগগানের  ইস্কুলে 
    শুরু হইলক বহুমুখী শিক্ষাপালা ৷
    শিক্ষা কমিটির লিয়ম মেইনে
    পক্ষী গেইলক মাটটি খুঁইড়তে ,
    ঠুট ভাইঙল ৷
    কেঁচ আক্কাশে উইড়তে চাইলক ,
    পারলক লাই ৷
    হাতি গেইল গাছছে চইড়তে,
    শিয়াল সাঁতারে ৷
    সক্কলে ইস্কুলে আইলে 
    লম্বর পাইলক শূইন্যে ভরা ৷
    কাল্লা মেইঘ আইসরে পইরলক 
    শিক্ষা কমিটিতে ৷
    সক্কলে আব্বার বইঠক ডাইকলক 
    হামদের বাগগানে ৷
    ঠিক হইলক বহুমুখী শিক্ষা হইবেক
    সি ঠিক বইঠ্য ৷
    তব্বে যি , যি কাজে সক্ষম, 
    হে কে সি কাজে ,
    আরও বেশি কইরে 
    লতুন শিক্ষা করা হইবেক ৷
    তব্বেই হামদের বহুমুখী শিক্ষা ইস্কুল
    বাগগানে প্রথম  হইবেক ||


    শ্যামল কান্তি দে
    ত্রিপুরা

    ২৮শে আগস্ট ২০২০
    3/related/default