আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ৫ই মে অবধি আপনার কেমন যাবে

    আরশি কথা

    মেষ :
    একটা অপ্রত্যাশিত সুযোগ ঘটে যেতে পারে যদি সেটাকে কাজে লাগাতে পারেন তবে বড় কিছু সাফল্য পাবেন পুরোনো প্রেম জেগে ওঠার সম্ভাবনা আছে যাতায়াতে সতর্ক থাকুন।
    বৃষ :                                                                                                     
    নতুন বন্ধু জোটার সম্ভাবনা আছে এবং সেই বন্ধু হবে আপনার জন্য  অনেক উপকারীঅর্থযোগ ঘটবে কোনো কারণে আপনার সুনামে বিঘ্ন ঘটতে পারে প্রেম রোমান্স শুভ
    মিথুন :
    অহেতুক ঝগড়ায় জড়ানোর সম্ভাবনা আছে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে শারীরিক অসুস্থ্যতা হানা দিতে পারে মানসিকভাবে চাঙ্গা থাকুন
    কর্কট :
    নৌপথে সতর্কা বজায় রাখুন নতুন প্রেমের আহবানে সাড়া না দেওয়াটাই হবে বুদ্ধমানের কাজ পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে
    সিংহ :
    ভুল বোঝাবুঝির অবসান ঘটবে রাজনৈতিক বিষয়ে সম্মান বাড়বে প্রেমের ক্ষেত্রে ধৈর্য ধরাটাই হবে বুদ্ধিমানের কাজ
    কন্যা :
    কারণে অকারণে রেগে যাওয়ার সম্ভবনা আছে অর্থের অপচয় হতে পারে শিক্ষাক্ষেত্রে সাফল্য পাবেন রোগমুক্তি ঘটার সম্ভাবনা রয়েছে
    তুলা :
    প্রেমের সম্পর্ক আরো অটুট হওয়ার সম্ভবনা রয়েছে পরিবারের কোনো সদস্যের বিদেশ গমনের উপলক্ষ্য থেরি হতে পারে বন্ধু মহলে বিশেষ কোনো কারণে প্রসংশিত হতে পারেন
    বৃশ্চিক :
    ভ্রমন পথে বিঘ্ন ঘটতে পারে বুদ্ধি খাটিয়ে কাজ করুন কর্মস্থলে পদন্নোতি ঘটার সম্ভাবনা আছে নিশ্চত না হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঝুঁকিপূর্ণ হবে
    ধনু : স্ত্রী কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন স্মৃতি কাতরতায় ভোগার সম্ভবনা আছে অসুস্থ্যতাকে পাত্তা দিবেন না হুট করে সাহসী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে
    মকর :
    সন্তানের ভালোবাসা আপনাকে বিস্মিত করে তুলবে বড় ধরণের অর্থযোগ ঘটতে পারে থেমে যাওয়া প্রেম আবার নতুন করে চালু হতে পারে বিনিময়ে সতর্ক থাকুন
    কুম্ভ : বিদেশ যাত্রা শুভ ছোট খাটো অপচয়ের সম্ভাবনা আছে বিপদে স্থির থাকুন ভালোবাসার মানুষ যদি ছেড়ে চলে যায় তাহলে একদম ভেঙ্গে পড়বেন জানবেন সব কিছু আপনার মঙ্গলের জন্য ঘটেছে
    মীন : পরিবারে নতুন সদস্য আসবে বৈবাহিক ক্ষেত্রে তাড়াহুড়ো না করাটাই বুদ্ধিমানের কাজ হবে কালো টাকার হাতছানি ঘটবে পরীক্ষায় সাফল্য পাবেন

    সৌজন্যেঃ আরশিকথা বাংলাদেশ ডেস্ক
    ছবিঋণঃ ইন্টারনেট হইতে সংগৃহীত

    3/related/default