নিজস্ব প্রতিনিধি, আগরতলা: জনতার কথা সরাসরি শুনতে "জনতার দরবার" নামক এক অভিনব ব্যবস্থা চালু করেছেন ত্রিপুরা রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পাশে বিভিন্ন দপ্তরের সচিব এবং উচ্চ আধিকারিকদের নিয়ে জনতার সমস্যায় যথাসম্ভব সমাধানের সিদ্ধান্ত গ্রহণের এই পদক্ষেপ ভূয়সী প্রশংসার দাবী রাখে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। জনকল্যাণের স্বার্থে মুখ্যমন্ত্রীর এই প্রথা চালু করা এক নিদর্শনে মানুষের মন জয় করবে এটা নিশ্চিত। নিজেদের নানা সমস্যা অবহিত করার বাসনা নিয়ে মুখ্যমন্ত্রীর এই দরবারে হাজির হন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর কাছ থেকে যথাসম্ভব সমাধানের আশ্বাসে আপ্লুত জনসাধারণ। নজিরবিহিন এই ধারা অব্যাহত থাকুক এই আশাই রাখেন রাজ্যবাসী।