জীবন পরিধির অজ্ঞাত সীমানায়,
অজানিতে বাঁধনহারা অবোধ মন কেবল ই পিছুধায় মনের সরব গোপন আঙ্গিনায়।
ভারময় দিনের অবকাশে,
রাতের কালো আঁধার জ্বালায় লক্ষ হীরের দ্যুতি আমার মনাকাশে।
নিশির তরে ব্যাকুল মন,
নিঃশব্দ নীরবে গুনে দিবসের প্রতিটি ক্ষণ।
স্মৃতির দুয়ারে,
নিরন্তর মিলন সুরে বাজে বাঁশি অন্তরে।
অবজ্ঞার পথ খুঁজে নাহি পাই মিলন অভীপ্সায়,
দুটি বিরহী আত্মার মধুময় স্মৃতি যেন কানে কানে ক......ত কথা বলে যায়।
নিশার আঁধারে,
ভুলে লাজ দখিনা হাওয়ায় উড়িয়ে আঁচল চঞ্চল পা এগিয়ে চলে গোপন অভিসারে।
শ্বেত শুভ্র রাত জাগা ফুলের মিষ্টি ঘ্রাণে,
মন মাতানো দখিনা হাওয়ায় দূর হতে ভেসে আসা নিশাচর পাখির অস্পষ্ট কূজনে,
নভ মাঝে অসংখ্য উজ্জ্বল তারা বিছায় গালিচা জোৎস্না প্লাবনে।
বাহুপাশে নিভৃতে একান্তে বসে দুজনায়,
মান অভিমানে ক.......ত কথা বলি এ মিলন মুখর বেলায় যেন পার্থিব প্রেমের অফুরান নির্মল ধারা বহে যায় নিশীথের রূপ সজ্জায়।
হে নিশিরাত!
আমার এ জাগতিক জীবনের আঁধার কাননে,
চাঁদের উজ্জ্বল আলোকে অনন্ত কাল জেগে থাক এ বিরহী মননে।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
স্বাগতা, কানাডা
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
৩০ জুলাই, ২০২৩