আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জিরাণীয়ার ঐতিহ্যবাহী বিবেকানন্দ ক্লাবের ৫০তম বর্ষপূর্তি উদযাপন

    আরশি কথা
    বিশেষ প্রতিনিধি,আগরতলাঃ
    বুধবার(৩০মে) জিরাণীয়া মহকুমার ঐতিহ্যবাহী বিবেকানন্দ ক্লাবের ৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষরা। পাশাপাশি বছরব্যাপী  বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। গোটা অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক আশীষ সাহা এবং এলাকার বিধায়ক সুশান্ত চৌধুরী। 
    প্রসঙ্গত, বিগত অনেক বছর ধরেই বিবেকানন্দ ক্লাব নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে নিজেদের যুক্ত করে রেখেছে। সুনাম ধরে রেখে এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে নিজেদের নিয়োজিত করে আসছে এই ক্লাব। বুধবারের মেগা রক্তদান শিবিরে এলাকার অনেকেই স্বতঃস্ফূর্তভাবে  যোগদান করে। ক্লাব আয়োজিত এই মহতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিরাণীয়া মহকুমার মহকুমাশাসক সুভাষ সাহা, মহকুমা পুলিশ আধিকারিক বনোজ বিপ্লব দাস, জিরাণীয়া নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার ত্রিদিপ সরকার, মজলিশপুর প্রভারী বিবেকানন্দ চৌধুরী, মজলিশপুর মণ্ডল কমিটির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, ক্লাব সভাপতি জীবন সরকার ও সম্পাদক সমীর সরকার সহ অন্যান্যরা। বিবেকানন্দ ক্লাবের ৫০ বছর পূর্তিকে উপলক্ষ্য করে বিধায়ক ফান্ড থেকে এলাকার বিধায়ক সুশান্ত চৌধুরী একটি এ্যাম্বুলেন্সও দান করেন ক্লাবকে। এইধরনের মহতি অনুষ্ঠানের উদ্যোগ নেওয়ার জন্য উপস্থিত অতিথিরা ক্লাব কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীদিনেও সহায়তার হাত বাড়িয়ে দেবে বলে আশ্বাস দেন। 

    ছবিঃ ক্লাব কর্তৃপক্ষের সৌজন্যে
    ৩০শে মে ২০১৮ইং     
    3/related/default